ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের আরও ৯ জন সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করেছে নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
সোমবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। ইসির পাঠানো একটি চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
লক হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন—শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ, ছোট বোন শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ সিদ্দিক (যুক্তরাজ্যের এমপি), আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক (বঙ্গবন্ধু শেখ মুজিবের দৌহিত্র) ও তারিক আহমেদ সিদ্দিক।
সূত্র জানায়, বিশেষ প্রশাসনিক নির্দেশনার ভিত্তিতে একটি অভ্যন্তরীণ পরিপত্রের মাধ্যমে এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এতে বলা হয়, যেহেতু এনআইডি একটি জাতীয় নাগরিকতার প্রমাণ এবং এসব ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও পলাতক থাকার অভিযোগ রয়েছে, তাই তাদের জাতীয় পরিচয়পত্র সাময়িকভাবে অকার্যকর করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র ও জনতার নেতৃত্বে সংগঠিত গণঅভ্যুত্থানে ক্ষমতা হারান তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর শেখ হাসিনা প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেন। তিনি এখনও সেখানে অবস্থান করছেন।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ চলছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।