রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২০২৫ শিক্ষাবর্ষের সান্ধ্যকালীন মাস্টার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনার্স বা স্নাতক ডিগ্রিধারী যেকোনো শিক্ষার্থী, যারা নির্ধারিত যোগ্যতা পূরণ করেন, আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
-
রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ৪ বছর মেয়াদি অনার্স ডিগ্রি;
-
যেকোনো বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি;
-
সনাতন পদ্ধতিতে সব পরীক্ষায় মোট পয়েন্ট কমপক্ষে ৫ বা গ্রেডিং পদ্ধতিতে কমপক্ষে ৬ থাকতে হবে।
ভর্তি সংক্রান্ত তথ্য
-
আবেদনের শেষ সময়: ৬ জুন ২০২৫
-
ভর্তি পরীক্ষা: ৪ জুলাই ২০২৫
-
আবেদন ফি: ৫০০ টাকা
-
আবেদন প্রক্রিয়া: political@ru.ac.bd ঠিকানায় ইমেইল করে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তবে আবেদন জমা দিতে হবে সরাসরি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।
কোর্স ব্যয় ও মেয়াদ
-
১ বছর মেয়াদি (২ সেমিস্টার): ৬০,০০০ টাকা (যাদের অনার্স ডিগ্রি রয়েছে)।
-
২ বছর মেয়াদি (৪ সেমিস্টার): ১,০০,০০০ টাকা (যাদের ৩ বছর মেয়াদি ডিগ্রি রয়েছে)।
ক্লাসের সময়সূচি ও ভাষা
-
ক্লাস ও পরীক্ষা শুধুমাত্র শুক্রবার অনুষ্ঠিত হয়।
-
পাঠদানের মাধ্যম: বাংলা বা ইংরেজি।
ভর্তি পরীক্ষার প্যাটার্ন
-
লিখিত পরীক্ষা: ৫০ নম্বরের দুটি বড় প্রশ্ন, যা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে হবে।