Ridge Bangla

ওয়েবসাইট ব্যবহারের শর্তাবলী

১. ওয়েবসাইট ব্যবহারের শর্তাবলী

আপনি আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে সম্মত হচ্ছেন যে, আপনি আমাদের শর্তাবলী মেনে চলবেন। আমাদের কনটেন্টসমূহ শুধুমাত্র ব্যক্তিগত এবং অবাণিজ্যিক উদ্দেশ্যে আপনি ব্যবহার করতে পারবেন। বাণিজ্যিক উদ্দেশ্যে রিজ বাংলার কনটেন্ট অনুমতি ব্যতিরেকে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

২. কনটেন্ট এবং মেধাসম্পদ 

আমরা আমাদের ওয়েবসাইটে যেসব কনটেন্ট প্রকাশ করি, তা রিজ বাংলার মেধাসম্পদ। কনটেন্ট, ছবি, ভিডিও এবং অন্যান্য উপাদান ব্যবহারকারী দ্বারা অনুমোদিত বা প্রদত্ত শর্তাবলী অনুযায়ীই ব্যবহৃত হতে পারে। কোনো কনটেন্টের স্বত্ব বা মেধাসম্পদ লঙ্ঘন করলে রিজ বাংলার পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

৩. কনটেন্ট শেয়ারিং এবং ব্যবহার

আমরা আমাদের কনটেন্ট শেয়ার করতে উৎসাহিত করি, তবে এটি অবশ্যই অবিকৃতভাবে এবং রিজ বাংলার কনটেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে করতে হবে। কনটেন্ট পুনরায় বিতরণ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করার অনুমতি নেই।

৪. নিরাপত্তা এবং ক্ষতি

ব্যবহারকারীরা নিজেদের ডিভাইসের সুরক্ষার জন্য নিজেরাই দায়ী। ভাইরাস, ম্যালওয়্যার বা অন্যান্য ক্ষতিকর উপাদান থেকে নিজেদের ডিভাইসের সুরক্ষা ব্যবহারকারীদেরই নিশ্চিত করতে হবে। তৃতীয় পক্ষের কনটেন্টে প্রবেশ করে এই ধরনের ক্ষতির শিকার হলে তার দায় রিজ বাংলা নেবে না।

৫. মন্তব্য এবং কনটেন্ট পোস্টিং

ব্যবহারকারীরা মন্তব্য বা কনটেন্ট পোস্ট করতে পারবেন, তবে সেগুলো অবশ্যই বৈধ, সম্মানজনক এবং রিজ বাংলার শর্তাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অন্যদের ক্ষতি করা বা আপত্তিকর কিছু পোস্ট করা যাবে না। রিজ বাংলা কোনো কনটেন্ট পূর্ব অনুমতি ছাড়া মুছে ফেলার অধিকার রাখে।

৬. তৃতীয় পক্ষের কনটেন্ট

আমরা তৃতীয় পক্ষের কনটেন্টের জন্য দায়ী নই। তৃতীয় পক্ষের কনটেন্টের মান এবং যথার্থতা যাচাই করা আমাদের দায়িত্ব নয়, তবে ব্যবহারকারীদের উচিত তা যাচাই করা।

৭. পরিবর্তন এবং আপডেট

আমরা যেকোনো সময় আমাদের শর্তাবলি পরিবর্তন বা আপডেট করার অধিকার রাখি। পরিবর্তিত শর্তাবলী সাইটে প্রকাশের পর তা কার্যকর হবে।

৮. আইন এবং বিচার

এই শর্তাবলী বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে। কোনো বিতর্ক বা আইনি বিষয় থাকলে তা ঢাকা আদালতে নিষ্পত্তি হবে।

৯. কুকির ব্যবহার

 

আমরা কুকি ব্যবহার করে আপনার ব্রাউজিংয়ের অভিজ্ঞতা আরও উন্নত করার চেষ্টা করি। তবে আমরা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না। তৃতীয় পক্ষের কুকি দ্বারা আপনার তথ্য সংগ্রহ করা হতে পারে। সেই সম্পর্কে তাদের শর্তাবলী ভালোভাবে পড়ে নিতে হবে আপনাকেই।

১০. অন্য ওয়েবসাইটে স্থানান্তর

রিজ বাংলার ওয়েবসাইট থেকে পাঠক বা ব্যবহারকারী অন্য কোনো ওয়েবসাইটে, এমনকি অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইটে স্থানান্তরিত হলেও তার দায় রিজ বাংলার নয়। আমরা আমাদের সাইটে তৃতীয় পক্ষের লিঙ্ক শেয়ার করতে পারি, তবে সেসব ওয়েবসাইটের কনটেন্ট এবং গোপনীয়তা নীতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। তাই আমরা ওই সাইটগুলোর জন্য কোনো দায় গ্রহণ করব না।

১১. ব্যবহারকারীদের সম্মতির শর্ত

রিজ বাংলা সাইট ব্যবহার করার মাধ্যমে ব্যবহারকারীরা কিছু শর্তে সম্মতি দেন। সেগুলো হলো:

১. ব্যক্তিগত বা অন্যের ক্ষতি করা যাবে না
ব্যবহারকারীরা রিজ বাংলার সাইটে এমন কোনো পোস্ট বা মন্তব্য করবেন না যা অন্য ব্যক্তির ক্ষতি বা আক্রমণ করার উদ্দেশ্যে ব্যবহৃত হবে।

২. নিপীড়ন বা অবমাননা করা যাবে না
আমাদের ওয়েবসাইটে এমন কোনো মন্তব্য বা পোস্ট করা যাবে না যার মাধ্যমে কেউ অন্যায়ের শিকার হন। সেই সাথে কারো জাতি, ধর্ম, বর্ণ, জাতীয়তা, বয়স, বৈবাহিক অবস্থা, শারীরিক অক্ষমতা কোনো কিছুকেই কটুক্তি করা যাবে না। 

৩. কোড বা সফটওয়্যার দিয়ে ওয়েবসাইটের কার্যক্রম ব্যাহত করা যাবে না
ব্যবহারকারীরা রিজ বাংলার ওয়েবসাইটে কোনো ধরনের সফটওয়্যার বা কোড পোস্ট বা প্রচার করবেন না, যা সাইটের কার্যক্রম ব্যাহত করতে পারে বা সাইটের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। এটি হার্ডওয়্যার বা টেলিযোগাযোগ যন্ত্রের ক্ষেত্রেও প্রযোজ্য।

৪. অপরাধমূলক কার্যক্রম উসকানি নয়
ব্যবহারকারীরা এমন কোনো কনটেন্ট আপলোড বা প্রচার করবেন না যা অপরাধমূলক কার্যক্রম উৎসাহিত করতে পারে অথবা কোনো ধরনের আইনগত দায় সৃষ্টি করতে পারে।

১২. প্রত্যাহার করা

যদি কোনো পাঠক আমাদের বিপণনসংক্রান্ত ইমেইল গ্রহণ করতে না চান, তবে ইমেইলের নিচে থাকা ‘আনসাবস্ক্রাইব’ অপশনে ক্লিক করলেই পাঠকরা এই সেবা থেকে মুক্তি পেতে পারেন।

এছাড়াও, যদি কোনো পাঠক নিবন্ধিত অ্যাকাউন্ট রাখতে না চান, তাহলে তারা আমাদেরকে ইমেইল পাঠিয়ে তা বাতিল করতে পারবেন। আমাদের ইমেইল এড্রেস: info@ridgebangla.com

 

আরো পড়ুন