Ridge Bangla

নাট্যদল ‘তাড়ুয়া’র নতুন নাটক আসছে ২৩ এপ্রিল

নাট্যদল ‘তাড়ুয়া’ তাদের নতুন নাটক ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ নিয়ে মঞ্চে ফিরছে। জার্মান লেখক এরিখ মারিয়া রেমার্কের বিশ্ববিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন এবং নির্দেশনায় রয়েছেন বাকার বকুল।

আগামী ২৩ এপ্রিল রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এরপর তিন দিনে মোট চারটি প্রদর্শনী হবে একই ভেন্যুতে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কুমার উদয়, তামিম আহমেদ, রিপন ঘোষ, জুবায়ের মাহমুদ, জীবন, অর্ণব, তারেক, সানি ও সাক্ষ্য।

‘তাড়ুয়া’ নাট্যদলের যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটক দিয়ে। এবার ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’-এর মধ্য দিয়ে তারা দর্শকদের সামনে তুলে ধরতে যাচ্ছে যুদ্ধের বাস্তবতা, মানবিকতা ও অস্তিত্বের সংকট।

আরো পড়ুন