Ridge Bangla

আমি কখনও লিপ-সিং করিনি, করবও না: লেডি গাগা

কোচেলা ২০২৫-এ হেডলাইনার হিসেবে পারফর্ম করেছেন লেডি গাগা, ট্রাভিস স্কট, গ্রিন ডে এবং পোস্ট মালোনের মতো বিশ্বখ্যাত তারকারা। আলোচনায় ছিলেন ব্ল্যাকপিঙ্কের সদস্য জেনি ও লিসাও, তবে এবারে তারা আলাদাভাবে, একক পারফর্মার হিসেবে হাজির হন।

বড় কোনো পারফরম্যান্সের পরের চিরচেনা চিত্র—লাইভ পারফরম্যান্স না লিপ-সিং—এই বিতর্ক এবারও শুরু হয়েছে। বিশেষত লিসার পারফরম্যান্স ঘিরেই গুঞ্জন ছড়িয়েছে। যদিও সাউন্ডচেকে তিনি নিজের কণ্ঠে গান গেয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছেন, মূল অনুষ্ঠানে তার পারফরম্যান্সকে ঘিরে অনেকেই লিপ-সিং সন্দেহ তুলেছেন।

এই পরিস্থিতিতে আরও উত্তাপ ছড়ায় লেডি গাগার একটি পুরোনো ভিডিও ঘিরে। ভিডিওটিতে গাগাকে বলতে শোনা যায়—“আমি কখনও লিপ-সিং করিনি, করবও না। আর যতদিন আপনারা টিকিট কেটে আমার শো দেখতে আসবেন, ততদিন আমি আপনাদের সময় নষ্ট করব না একটা বিটচকে লিপ-সিং করতে দেখে কোনো HBO স্পেশালের মতো।”

‘HBO স্পেশাল’-এর উল্লেখ থাকায় অনেক ভক্ত ধরে নেন, লেডি গাগার এই মন্তব্য ব্ল্যাকপিঙ্ক সদস্যদের উদ্দেশেই, যেহেতু সম্প্রতি জেনি এবং লিসা দু’জনই HBO প্রজেক্টে কাজ করেছেন—জেনি ‘The Idol’-এ এবং লিসা ‘The White Lotus’-এর নতুন সিজনে।

বিশেষত লিসা, যিনি সিরিজে ‘মুক’ নামে এক হেলথকেয়ার কনসালটেন্টের ভূমিকায় অভিনয় করেছেন, অভিনয়ের জন্য প্রশংসা পেলেও কোচেলায় তার “এলাস্টিগার্ল” পারফরম্যান্স ঘিরে লিপ-সিং বিতর্ক সামনে চলে আসে।

তবে সূত্র বলছে, লেডি গাগার মন্তব্যটি ছিল পুরোনো এবং সামগ্রিকভাবে তার পারফর্মিং স্টাইল ও দর্শকের প্রতি প্রতিশ্রুতি নিয়ে। ব্যক্তিগত আক্রমণের উদ্দেশ্যে এই বক্তব্য দেওয়া হয়নি বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন