অস্কারজয়ী অভিনেত্রী মিকি ম্যাডিসন চমক সৃষ্টি করেছেন রায়ান গসলিং অভিনীত ‘স্টার ওয়ার্স’ সিরিজের নতুন ছবি Star Wars: Starfighter-এ অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে। ‘আনোরা’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সদ্যই সেরা অভিনেত্রীর অস্কার জয়ী এই তারকা সম্প্রতি এ প্রস্তাব নাকচ করেন বলে জানিয়েছে ভ্যারাইটি।
সূত্র অনুযায়ী, ম্যাডিসনকে ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি। ছবিটি পরিচালনা করছেন শন লেভি, যিনি ‘ডেডপুল অ্যান্ড ওলভারিন’-এর পরিচালক হিসেবেও সুপরিচিত।
‘Star Wars: Starfighter’-এর কাহিনি নির্মিত হচ্ছে স্টার ওয়ার্স সিরিজের Episode IX: The Rise of Skywalker-এর পরবর্তী সময়কালকে কেন্দ্র করে, বিশেষ করে ব্যাটল অফ এক্সেগল-এর পরের সময়ের প্রেক্ষাপটে। লেভির ভাষায়, “এই গল্পে থাকবে স্টার ওয়ার্সের সেই হৃদয়, অ্যাকশন ও মজা—তবে তা বলা হবে একেবারে নতুন ও মৌলিক উপায়ে।”
এই বছর টোকিওতে আয়োজিত ‘স্টার ওয়ার্স সেলিব্রেশন’ ইভেন্টে পরিচালক লেভি নিশ্চিত করেন, ছবিতে অভিনয় করছেন হলিউড তারকা রায়ান গসলিং। “রায়ান গসলিংকে আমার ছবিতে পাওয়ার ব্যাপারটা আমার জন্য স্বপ্নপূরণের মতো,” বলেন লেভি।
নতুন চরিত্র, নতুন অ্যাডভেঞ্চার ও নতুন ভিজ্যুয়াল অভিজ্ঞতার প্রতিশ্রুতি নিয়ে Star Wars: Starfighter মুক্তি পাবে ২০২৭ সালের ২৮ মে।