অন্তত ২০০টি গুমের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত ১৯ জনকে। এই তালিকায় রয়েছেন একাধিক সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকারি কর্মকর্তা।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, পরিকল্পিত সহিংসতা, গুম এবং মানবতাবিরোধী অপরাধের নানা তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হয়েছে।
তিনি বলেন, “প্রাপ্ত প্রমাণ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সাধারণ নাগরিকদের ওপর সহিংসতা চালানো হয়েছে। এসব অপরাধের ভুক্তভোগীদের সাক্ষ্য, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, তদন্ত শেষে সংশ্লিষ্ট প্রতিবেদন পর্যালোচনা করে প্রসিকিউশন চূড়ান্তভাবে মামলাটি প্রস্তুত করবে। এরপর শুরু হবে অভিযোগ গঠন, শুনানি এবং বিচারিক কার্যক্রম।
আগামী ২০ জুলাইয়ের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।