Ridge Bangla

মাদক মামলায় মালয়ালম অভিনেতা গ্রেপ্তার

ভারতের মালয়ালম চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা টম চাকোকে গ্রেপ্তার করেছে কেরালা পুলিশ। শনিবার (২০ এপ্রিল) রাতে কোচির একটি হোটেলে মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়।

ভারতের নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (NDPS) আইনে এই গ্রেপ্তার দেখানো হয়েছে। এনডিটিভি ও এই সময়ের প্রতিবেদনে জানানো হয়, অভিযানের পর পুলিশ টম চাকোকে আইনি নোটিশ পাঠায়। শনিবার সকালে তিনি আইনজীবীকে সঙ্গে নিয়ে এর্নাকুলাম নর্থ টাউন থানায় হাজির হন।

একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও টম চাকো অভিযোগ অস্বীকার করেছেন। তিনি স্বীকার করেন যে হোটেলটিতে ছিলেন, তবে পুলিশি অভিযান হয়েছে তা তিনি জানতেন না বলে দাবি করেন। এছাড়া পালিয়ে যাওয়ার অভিযোগও অস্বীকার করেননি। হোটেলের সিসিটিভি ফুটেজে তার পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে।

এর আগেও, ২০১৫ সালে টম চাকোর নাম একটি মাদক মামলায় জড়ায়। তবে চলতি বছর ওই মামলায় আদালত তাকে বেকসুর খালাস দেয়।

আরো পড়ুন