জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। রোববার (২০ এপ্রিল) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
মাহিন সরকার লেখেন, সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে রাত পৌনে বারোটার দিকে মহাখালীর কলেরা হাসপাতাল সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি ও তার স্ত্রী। প্রাইভেট কারে করে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা প্রত্যাশা ট্রান্সপোর্ট এজেন্সির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৭-০৮০২) অপ্রত্যাশিতভাবে তাদের গাড়িকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় তাদের গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মাহিন সরকার ও তার স্ত্রী দুজনই আহত হন। বিশেষ করে তার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ট্রমার মধ্যে রয়েছেন বলে জানান তিনি। তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতার সহায়তায় ট্রাকচালককে আটক করা সম্ভব হয়েছে।