Ridge Bangla

সুদানে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

যুদ্ধবিধ্বস্ত সুদানের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী পোর্ট সুদানে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সব ক্রু নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দেশটির সামরিক সূত্র এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সামরিক কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রুশ নির্মিত ইলিউশিন ইল-৭৬ বিমানটি ওসমান দিগনা বিমানঘাঁটিতে অবতরণের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। তবে বিমানে কতজন আরোহী ছিলেন, তা এখনো সুদানের সরকারি বাহিনী আনুষ্ঠানিকভাবে জানায়নি।

এয়ারবেসটি চলতি বছরের মে মাসে ড্রোন হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিমান দুর্ঘটনার খবর আসার সঙ্গে সঙ্গে দেশজুড়ে সুদানের সামরিক বাহিনীর পরাজয়ের সংবাদও ছড়িয়ে পড়তে শুরু করেছে।

সোমবার বিদ্রোহী আরএসএফ সুদানের বৃহত্তম তেলক্ষেত্র হেগলিগ দখল করেছে। পশ্চিম কর্দোফান প্রদেশে অবস্থিত এই তেলক্ষেত্র প্রতিদিন ৮০ হাজার থেকে ১ লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ করে, যা সুদান ও দক্ষিণ সুদানের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।

সেনাবাহিনী হেগলিগ ও বাবনুসা এলাকা থেকে সরে যাচ্ছে বলে সামরিক সূত্র জানিয়েছে। হেগলিগ দখল সরকারের জন্য অর্থনীতি ও জ্বালানিখাতে মারাত্মক প্রভাব ফেলবে। সাবেক সরকারি উপদেষ্টা আহমেদ ইব্রাহিম আল জাজিরা মন্তব্য করেছেন, আরএসএফ ইচ্ছাকৃতভাবে হামলা চালাচ্ছে যাতে দক্ষিণ সুদানকে যুদ্ধের পথে ঠেলে দেওয়া যায়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন