এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র দাগি নিয়ে ভক্তদের উন্মাদনা এখনো তুঙ্গে। আফরান নিশো অভিনীত এই সিনেমা দেখতে গত শনিবার বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে জড়ো হন শতাধিক ভক্ত।
‘নিশানের ফাঁসি চাই’ স্লোগানে ব্যানার হাতে একটি র্যালি নিয়ে তারা প্রেক্ষাগৃহে প্রবেশ করেন। এ সময় অনেকের পরনে ছিল দাগি সিনেমার ‘৭৮৬’ লেখা পোশাক, যা সিনেমার চরিত্র ও কাহিনির সঙ্গে সম্পর্কিত।
এই ব্যতিক্রমী আয়োজন ঘিরে উচ্ছ্বসিত হয়ে পড়েন দাগি সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা। উপস্থিত ছিলেন ছবির অনেক শিল্পী ও কলাকুশলী।
সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, “আফরান নিশো বাংলাদেশের অন্যতম বড় তারকা। ঈদে তার সিনেমা ‘দাগি’ মুক্তি পেয়েছে। ভক্তদের এমন প্রতিক্রিয়া থাকবে, সেটা প্রত্যাশিত হলেও এমন আয়োজন আমরা কল্পনাও করিনি। বিষয়টি জানার পর আমরা ‘দাগি’ টিমের অনেকেই সেখানে যোগ দিই।”
শিহাব শাহীন পরিচালিত দাগি সিনেমায় আফরান নিশোর পাশাপাশি অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, ও রাশেদ মামুন অপু। সিনেমাটি সহপ্রযোজনায় রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।