Ridge Bangla

খোলামেলা পোশাকে ফটোশুট করে ট্রলের শিকার প্রিয়াঙ্কা

টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার আবারও আলোচনায়—এবার সাহসী ফটোশুট ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রলের মুখে পড়েছেন তিনি। তবে এসব সমালোচনায় এখন আর তেমন বিচলিত হন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

প্রিয়াঙ্কা বলেন, “আগে এগুলো আমাকে অনেক বেশি প্রভাবিত করত। এখন আর করি না। সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য করে অনেকে শুধু রিচ বাড়ানোর চেষ্টা করে। একটা বাজে মন্তব্যের পরেই অনেক ভালো মন্তব্যও আসে। আমি চেষ্টা করি ভালো মন্তব্যগুলোকে গুরুত্ব দিতে।”

তিনি জানান, মা হওয়া সত্ত্বেও সাহসী পোশাক পরা নিয়ে অনেক কটাক্ষ শুনতে হয়েছে। প্রিয়াঙ্কার জবাব, “আমি মা বলেই বেশি করে বোল্ড ফটোশুট করি। আমার ছেলের জানা দরকার, তার মা বোল্ড পোশাক পরলেও সেটা তাকে ‘খারাপ মহিলা’ বানায় না। আমি চাই, সে তার মাকে সম্মান করতে শিখুক—তাহলে সে সমাজের অন্য নারীদেরও সম্মান করতে শিখবে।”

ব্যক্তিজীবনের ঘাত-প্রতিঘাত প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “জীবনে অনেক ওঠানামা থাকে। কাজ বা সম্পর্ক—সবক্ষেত্রেই। সেটা মেনে নিয়েই চলতে হয়। আমি সবসময় চেষ্টা করি খারাপ সময় থেকেও ভালো কিছু শিখে নিতে। নিজের ওপর বিশ্বাস রাখতে হয়—এই সময়টাও একদিন কেটে যাবে।”

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা সরকার ও অভিনেতা রাহুল ব্যানার্জি একসময় সুখী দম্পতি ছিলেন। তবে সে সম্পর্ক ভেঙে গেলেও তাদের এক পুত্রসন্তান রয়েছে। ব্যক্তিগত জীবন, সাহসী পোশাক ও ফটোশুট—সব মিলিয়ে প্রিয়াঙ্কা বারবার ট্রলের শিকার হলেও আত্মবিশ্বাস হারাননি তিনি। বরং তিনি তার সন্তানকে সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চান।

আরো পড়ুন