অসুস্থতা কখনো একজন শিল্পীর পথ আটকে রাখতে পারে না—এর জ্বলন্ত উদাহরণ দেশের বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। চিকিৎসা ও রেডিওথেরাপি শেষে আবারও গানে ফিরছেন তিনি। সেই প্রত্যাবর্তনের অংশ হিসেবেই কানাডার টরন্টোতে আয়োজিত অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যালের কনসার্টে গান পরিবেশন করবেন এই কিংবদন্তি শিল্পী।
আগামী ১৭ মে, টরন্টোয় বসবাসরত প্রবাসীদের জন্য গান গাইবেন সাবিনা ইয়াসমীন। একই মঞ্চে তাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। এ উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “১৭ মে আপনারা সবাই আসবেন, দেখা হবে, কথা হবে, গান তো হবেই। অপেক্ষায় রইলাম আপনাদের সঙ্গে দেখা হওয়ার।”
আয়োজকদের সূত্রে জানা গেছে, এটি হবে টরন্টোতে তার দ্বিতীয় পারফরম্যান্স। এর আগে ২০১৭ সালে তিনি সেখানে প্রথমবার কনসার্টে গান গেয়েছিলেন। এবারও কনসার্টের দুদিন আগে কানাডায় পৌঁছাবেন তিনি।
আয়োজকরা আরও জানান, ফেস্টিভ্যালে টরন্টোর মেয়র উপস্থিত থাকবেন। পাশাপাশি, কানাডায় বসবাসরত বাংলাদেশিদের জন্য থাকবে দেশীয় বিভিন্ন পণ্যের স্টল। সব মিলিয়ে এক জমকালো আয়োজনের অপেক্ষায় টরন্টোর বাঙালি কমিউনিটি।