Ridge Bangla

‘তুমি অস্কার জিতলেই আমি তোমাকে চতুর্থ সন্তান দেব’

৯৭তম অস্কার আসরে ‘আ রিয়াল পেইন’ ছবির জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার পেয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা কেইরান কালকিন। পুরস্কার হাতে নিয়ে মঞ্চে বক্তৃতা দিতে গিয়েই তিনি এমন কিছু বললেন, যাতে অনুষ্ঠানজুড়ে সবাই হাসিতে ফেটে পড়েন।

কেইরান কালকিন রসিকতা করে বলেন, ‘‘হে ঈশ্বর, এটা দারুণ! আমি জানতামও না… অসংখ্য ধন্যবাদ। আমার কাছে এটা বড় প্রাপ্তি।’’

এরপর তিনি বলেন, ‘‘একটা ব্যক্তিগত কথা শেয়ার করি। জ্যাজের (স্ত্রী) সঙ্গে আমার সন্তান নিয়ে একটা চুক্তি হয়েছিল। দয়া করে কেউ মিউজিক চালাবেন না। এক বছর আগে আমি জ্যাজকে বলেছিলাম, আমার তৃতীয় সন্তান চাই।’’

তিনি আরও বলেন, ‘‘ও আমাকে শর্ত দিয়েছিল— আমি যদি এমি অ্যাওয়ার্ড জিতে ফিরি, তাহলেই সন্তান নেওয়ার কথা ভাববে। ও ভাবেনি আমি জিতব। যাই হোক, শো শেষে পার্কিং লটে যাওয়ার সময় জ্যাজ আমাকে বলেছিল, হে ঈশ্বর, আমি সত্যিই বলেছিলাম? তাহলে এবার আমাকে তৃতীয় সন্তান আনতেই হবে!’’

সবশেষে কেইরান বলেন, ‘‘আমি বলি— আমার চার নম্বর সন্তানও চাই! জ্যাজ তখন আবার শর্ত দেয়, ‘তুমি যদি অস্কার জিতো, তাহলে আমি তোমাকে চতুর্থ সন্তান দেব।’’

তার এই ব্যক্তিগত খোলামেলা রসিকতায় অস্কারের মঞ্চজুড়ে হেসে ওঠেন উপস্থিত সবাই।

আরো পড়ুন