Ridge Bangla

কাজাখস্তানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশ হকি দলের

ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হওয়া এশিয়ান হকি ফেডারেশন কাপ (এএইচএফ কাপ) টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ হকি দল। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচসেরা হয়েছেন সোহানুর রহমান সবুজ।

বাংলাদেশের হয়ে প্রথম ও শেষ গোল করেছেন ডিফেন্ডার আশরাফুল ইসলাম। ২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল এবং ৫৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে শেষ গোলটি করেন তিনি।

কাজাখস্তান অবশ্য প্রথম গোল খাওয়ার ছয় মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায় (১-১)। তবে ৩৮ মিনিটে নাইমের পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে যায়। এরপর এক মিনিটের ব্যবধানে রকিবুলের ফিল্ড গোল (৩-১) এবং ৪৪ মিনিটে সোহানুর রহমানের পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল (৪-১) করে জয় নিশ্চিত করে বাংলাদেশ। শেষ দিকে আশরাফুলের দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি স্ট্রোক থেকে (৫-১)। বৃষ্টির কারণে ৬০ মিনিটের ম্যাচটি শেষ হতে সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা।

এর আগে, বি গ্রুপে কাজাখস্তান শ্রীলঙ্কাকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। একই গ্রুপে থাইল্যান্ড ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়াকে। বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচে ২০ এপ্রিল রোববার স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে। বি গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ হলো শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

উল্লেখ্য, বাংলাদেশ এএইচএফ কাপের গত চার আসরের চ্যাম্পিয়ন।

আরো পড়ুন