Ridge Bangla

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ বিটিভিতে সম্প্রচারিত হবে

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। তবে এতোদিন পর্যন্ত কোনো বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচারের আগ্রহ না দেখানোয় সিরিজটির মিডিয়া স্বত্ব অবিক্রিতই রয়ে যায়। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি এগিয়ে এসে ম্যাচ দুটি সম্প্রচারের দায়িত্ব নিয়েছে।

বিটিভি এক বিবৃতিতে জানিয়েছে, তারা সিরিজের দুটি টেস্ট ম্যাচই সরাসরি সম্প্রচার করবে। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ২০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, এবং দ্বিতীয় ম্যাচটি হবে চট্টগ্রামে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত ১৯ মার্চ সিরিজটির সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য আর্থিক প্রস্তাব এবং এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (EOI) আহ্বান করে দরপত্র আহ্বান করেছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা (৭ এপ্রিল) শেষ হলেও কোনো টিভি চ্যানেল বা সম্প্রচার প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেনি।

সিরিজটির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে সংশয় থাকায় বেসরকারি চ্যানেলগুলো আগ্রহ দেখায়নি বলেই ধারণা করা হচ্ছে। ফলে ম্যাচের সময় ঘনিয়ে আসায় বিসিবি বাধ্য হয়ে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভির ওপর ভরসা রাখে।

আরো পড়ুন