Ridge Bangla

আজ দেশের ২৬ জেলায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা, সতর্কতা জারি

আজ শুক্রবার (১৮ এপ্রিল) দেশের ২৬টি জেলায় বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই জেলাগুলোর জন্য ঝড়ো হাওয়া ও বজ্রপাতের পূর্বাভাসসহ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নারসিংদী, কুমিল্লা, ভোলা, বরগুনা, নোয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ওপর দিয়ে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, এসব এলাকায় চলাচল ও কাজ করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে খোলা জায়গায় না থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, গত তিন দিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমে এসেছে। ফলে অসহনীয় গরমের পর স্বস্তি ফিরে পেয়েছে জনজীবন। আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আরো পড়ুন