Ridge Bangla

শুধু জন্মগত নারীরাই নারী, রূপান্তরিত নয়: যুক্তরাজ্য আদালত

যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট সর্বসম্মতিক্রমে এক ঐতিহাসিক রায়ে জানিয়েছে, সমতা আইনের আওতায় কেবল জন্মগত বা জৈবিক নারীদেরই ‘নারী’ হিসেবে গণ্য করা হবে। এই রায়ের ফলে ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারীরা আইনগতভাবে নারী হিসেবে স্বীকৃতি পাবেন না।

বুধবার (১৭ এপ্রিল) ঘোষিত এই রায়ে স্পষ্টভাবে বলা হয়, ২০১০ সালের Equality Act অনুযায়ী “নারী” ও “লিঙ্গ” শব্দ দুটি জৈবিক নারী ও জন্মগত যৌন পরিচয়ের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে। এই সিদ্ধান্ত যুক্তরাজ্যের স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলস জুড়ে লিঙ্গভিত্তিক অধিকারের ব্যাখ্যা ও প্রয়োগে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মত বিশ্লেষকদের।

রায় ঘোষণাকালে বিচারপতি লর্ড হজ বলেন, “আমাদের মূল দায়িত্ব ছিল আইনে ‘নারী’ ও ‘লিঙ্গ’ শব্দগুলোর সংজ্ঞা নির্ধারণ করা। এই আদালতের সর্বসম্মত সিদ্ধান্ত হলো, সমতা আইনে নারী বলতে বোঝানো হয়েছে কেবল জৈবিক নারীকে।”

তবে তিনি সতর্ক করে বলেন, “এই রায় যেন সমাজের এক অংশকে আঘাত করে অন্য অংশের বিজয় হিসেবে না দেখা হয়।” বিচারপতির ভাষ্য অনুযায়ী, এই আইন ট্রান্সজেন্ডারদের অর্জিত লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে বৈষম্য, হয়রানি বা সুযোগ থেকে বঞ্চিত হওয়ার বিরুদ্ধেও সুরক্ষা দেয়।

এই রায় যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে চলে আসা একটি বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লিঙ্গ ও পরিচয়ের জটিলতাকে ঘিরে চলমান আইনগত দ্বন্দ্বে এটি এক স্পষ্ট দৃষ্টান্ত।

আরো পড়ুন