Ridge Bangla

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে মশাল মিছিল

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পাদদেশ থেকে শুরু হয়ে এই মিছিল প্রধান ফটক সংলগ্ন কুয়েট উড পাদদেশে গিয়ে প্রতিবাদ জানায় এবং শেষে শহীদ মিনারে গিয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

শিক্ষার্থীদের পক্ষে প্রেস ব্রিফিং করেন ২০ ব্যাচের রাহাতুল ইসলাম, ১৯ ব্যাচের শেখ জাহিদ এবং গালিব রাহাত। তারা জানান, এক দফা দাবিতে, ভিসির পদত্যাগের দাবিতে, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘‘বুধবার (১৭ এপ্রিল) কিছু শিক্ষক আমাদের বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে মানববন্ধনে দাঁড়িয়েছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই আন্দোলন আমাদের শিক্ষকদের বিরুদ্ধে নয়। তারা আমাদের অভিভাবকতুল্য। আমাদের কোনো ভুল হলে ক্ষমা করবেন। কিন্তু আমরা ব্যথিত, কারণ যারা আমাদের ওপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ বা মানববন্ধন হয়নি।’’

তারা আরও বলেন, ‘‘৫৮ দিন পার হলেও অন্তর্বর্তী সরকার এখনো আমাদের দিকে তাকায়নি। আমাদের ওপর রামদা, চাপাতি, এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে, অথচ রাষ্ট্র নীরব। আমাদের নামে মামলা ও বহিষ্কার হওয়ার পরও কেউ পাশে দাঁড়ায়নি। যাঁর জন্য আমরা রাস্তায় রক্ত দিয়েছি, সেই আসিফ মাহমুদও আমাদের পক্ষে তাকাননি। আমরা এখনো রাজপথে আছি। জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ এখনো শোধ হয়নি।’’

আরো পড়ুন