বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে তল্লাশির সময় ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্রমণ করা তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন—ঢাকার নবাবগঞ্জ থানার কৈইলাইল গ্রামের তানভির হোসেন তামিম (১৮), ময়মনসিংহ জেলার পাগলা থানার বামনখালী গ্রামের মো. সোহানুর রহমান (১৮) এবং সাভার পৌরসভার মো. জিল্লুর রহমানের ছেলে মো. মামুন হাসান মুন্না (১৯)। তাদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র জব্দ করা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির জানান, “সম্প্রতি সাভারের ব্যাংক টাউন এলাকায় বেশ কিছু চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের তৎপরতা জোরদার করা হয় এবং লোকাল বাসে চেকপোস্ট বসানো হয়।”
তিনি আরও বলেন, “গত তিন মাসে দেশীয় অস্ত্র দিয়ে যাত্রীদের জিম্মি করে মোবাইল ও স্বর্ণালংকার লুটের একাধিক ঘটনা ঘটেছে। এসব অপরাধ নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেপ্তার হওয়া তিনজন ছিনতাইকারী যাত্রীবেশে বাসে উঠে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।