ম্যাচ জিতলেই নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট—এমন সমীকরণ সামনে রেখেই লাহোরে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না নিগার সুলতানাদের। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরে ভারত বিশ্বকাপের জন্য অপেক্ষা আরও বাড়ল বাংলাদেশের।
লাহোরে অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ২২৭ রান। জবাবে, ৪ ওভার হাতে রেখে লক্ষ্য পূরণ করে ক্যারিবিয়ান নারীরা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে স্নায়ুচাপে পড়ে ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
প্রথম তিন ম্যাচেই দারুণ ফর্মে থাকা নিগার সুলতানা আজ রান করতে ব্যর্থ হন। শুরুতে ভালো ভিত্তি পেলেও, মাত্র ৮ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। ফারজানা হক ৭৮ বলে ৪২ ও শারমিন আক্তার ৭৯ বলে ৬৭ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আলিয়া অ্যালেইন ৪ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর স্টেফানি টেলর (৩৬) ও হেইলি ম্যাথুস (৩৩) মিলে চতুর্থ উইকেটে ৬৬ রানের জুটি গড়েন। শেষদিকে শিনেলি হেনরি ৪৮ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এই হারে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে, আজ দুর্বল থাইল্যান্ডকে হারাতে পারলে পাকিস্তান ৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলবে। তখন বাকি একটি জায়গার জন্য লড়াই হবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের মধ্যে।
বাংলাদেশের বাছাইপর্বের শেষ ম্যাচ শনিবার স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে জয়, বৃষ্টির কারণে ম্যাচ বাতিল বা বড় ব্যবধানে হার এড়াতে পারলেও টাইগ্রেসদের সামনে বিশ্বকাপের দরজা খোলা থাকবে। তবে হারলে পড়তে হবে জটিল সমীকরণের ফাঁদে।