সারাদেশে চলমান পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির আন্দোলনের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ ও শিক্ষা উপদেষ্টার আহ্বানে আজ (১৭ এপ্রিল) বৈঠকে বসেছেন আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধিরা। বৈঠকের সিদ্ধান্ত না আসা পর্যন্ত সারাদেশে চলমান রেলপথ অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত থাকবে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম ও জুবায়ের পাটোয়ারী। তবে ঠিক কখন থেকে বৈঠক শুরু হয়েছে বা কোথায় অনুষ্ঠিত হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
ভিডিও বার্তায় মাসফিক ইসলাম বলেন, “এই বৈঠকে ছয় দফা দাবি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বৈঠক চলাকালীন কোনো ধরনের কর্মসূচি পালন করা হবে না।”
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা রাজপথ, রেলপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে আসছেন। এতে জনদুর্ভোগ যেমন সৃষ্টি হয়েছে, তেমনি সরকারের বিভিন্ন মহল থেকে আলোচনার আহ্বান জানানো হচ্ছিল।