বুধবার (১৬ এপ্রিল) বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার একটি গ্রামে জুলেখা বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের গরু ব্যবসায়ী নাজমুল হকের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে স্বামীর ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জুলেখার মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, জুলেখার এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। জুলেখার ভাবি ফারজানা বেগম অভিযোগ করে বলেন, মঙ্গলবার ব্যবসার টাকা নিয়ে স্বামী নাজমুল হকের সঙ্গে ঝগড়ার পর তাকে শ্বাসরোধে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা, নাকি হত্যা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। বিষয়টি আইনগত প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে।