Ridge Bangla

কান্নাভেজা চোখে আবারো মাঠের বাইরে নেইমার

বৃহস্পতিবার ভোরে অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে সান্তোসের হয়ে নিজের ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার। পরে পরিধান করেছিলেন ১০০ খচিত জার্সি। যদিও ম্যাচটি তার দল জিতেছে, তবে খেলা শুরুর ৩৪ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। মাঠ ছাড়ার সময় কান্নাভেজা চোখে নিজেকে সামলাতে পারছিলেন না নেইমার; বারবার নিজের হাতের আড়ালে মুখ লুকাতে দেখা যায় তাকে।

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের ক্যারিয়ার যেন চোটের সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্কে আবদ্ধ। সৌদি ক্লাব আল হিলাল থেকে ফিরে তিনি যোগ দিয়েছেন শৈশবের ক্লাব সান্তোসে। এখান থেকেই আবারও ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন তিনি। তবে চোট যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না।

জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে, যেখানে বাঁ হাঁটুর এসিএল ও মিনিসকাস ইনজুরিতে পড়েন তিনি। দীর্ঘ রিহ্যাব শেষে মাঠে ফেরেন আল হিলালের হয়ে, কিন্তু দুই ম্যাচ পরই ফের পুরোনো চোট ফিরে আসে। ১৮ মাসের মধ্যে ক্লাবটির হয়ে খেলতে পেরেছেন মাত্র ৭টি ম্যাচ। পরবর্তীতে চুক্তি বাতিল করে ফিরে যান সান্তোসে। কিন্তু সেখানেও উরুর চোটে আবারও তাকে মাঠের বাইরে চলে যেতে হচ্ছে।

আরো পড়ুন