Ridge Bangla

তালেবানকে ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকা থেকে বাদ দিলো রাশিয়া

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত রাখার পর এবার সেই তকমা তুলে নিয়েছে রাশিয়া। এর মাধ্যমে তালেবানের সঙ্গে মস্কোর সম্পর্ক স্বাভাবিক করার পথে এক ধাপ এগিয়ে গেল দেশটি, যদিও এখনই তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না রাশিয়া।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি ওলেগ নেফেদভ বৃহস্পতিবার এক রায়ে জানিয়েছেন, “তালেবানের কার্যক্রমের ওপর আগে থেকে আরোপিত নিষেধাজ্ঞা, যা তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে একক ফেডারেল তালিকায় অন্তর্ভুক্ত করেছিল, সেটি এখন স্থগিত করা হয়েছে।” এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে আইনি কার্যকারিতায় পরিণত হবে বলেও জানান তিনি।

এর আগে গত মাসে রাশিয়ার প্রসিকিউটর জেনারেল আদালতে তালেবানের সন্ত্রাসী সংগঠনের তকমা বাতিলের আবেদন করেছিলেন। উল্লেখযোগ্যভাবে, বিগত সময়ে তালেবান নেতারা একাধিকবার রাশিয়া সফর করেছেন, যা দুই পক্ষের সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত বহন করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, ২০০৩ সালে তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছিল রাশিয়া। ২০২১ সালে দীর্ঘ যুদ্ধ শেষে আফগানিস্তানে ক্ষমতা গ্রহণ করে তালেবান, তবে এখনো পর্যন্ত কোনো দেশ তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

রাশিয়ার মতে, মধ্যপ্রাচ্য থেকে আফগানিস্তান পর্যন্ত ইসলামি জঙ্গিগোষ্ঠীগুলোর নিরাপত্তা হুমকি মোকাবিলায় তালেবানের সঙ্গে কাজ করা সময়োপযোগী হয়ে উঠেছে। মস্কোর দৃষ্টিভঙ্গিও গত দুই দশকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে।

তালেবান গঠিত হয়েছিল ১৯৯৪ সালে আফগান গৃহযুদ্ধের সময়, যেখানে ১৯৮০-এর দশকে সোভিয়েতদের বিরুদ্ধে লড়াই করা সাবেক মুজাহিদিন যোদ্ধারা সংগঠনটির ভিত্তি গড়েন। যদিও এখনো আন্তর্জাতিক সম্প্রদায় তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে চীন, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরানসহ কয়েকটি দেশ কাবুলে তাদের দূতাবাস চালু রেখেছে।

আরো পড়ুন