ঈদের আগেই মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমার ‘চাঁদ মামা’ গানটি এখন ইউটিউবে ট্রেন্ডিংয়ের শীর্ষে। শাকিব খান অভিনীত এই আইটেম গানটি প্রকাশের পরই সাড়া ফেলে দর্শকদের মধ্যে। ইতোমধ্যে গানটির ভিউ সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে।
ঈদের আগে ট্রেন্ডিংয়ে প্রতিযোগিতায় ছিল ‘বরবাদ’-এরই আরেক গান ‘দ্বিধা’ এবং সজল-নুসরাত ফারিয়া অভিনীত ‘জ্বীন-৩’ সিনেমার গান ‘কন্যা’। বর্তমানে ‘চাঁদ মামা’ রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ে ১ নম্বরে, ‘ঈদ মোবারক’ গানটি রয়েছে ২ নম্বরে, ‘কন্যা’ রয়েছে ৩ নম্বরে এবং ‘দ্বিধা’ ৭ নম্বরে অবস্থান করছে।
‘চাঁদ মামা’ গানটির কথা ও সুর করেছেন প্রীতম হাসান এবং গেয়েছেন প্রীতম ও ডোলা। প্রীতম জানান, গানটি তিনি তৈরি করেছিলেন ২০১৭-১৮ সালের দিকে। পরে ‘বরবাদ’ সিনেমার প্রযোজক মেহেদী হাসান প্রথমবার শুনেই পছন্দ করেন। গানটি শাকিব খানের চরিত্রের সঙ্গে ভালোভাবে মানিয়ে যাওয়ায় এটি সিনেমায় রাখা হয়।
‘চাঁদ মামা’ গানটি প্রকাশের পর থেকেই ফেসবুক রিল, টিকটক ও ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গানটি শাকিব খান ভক্তদের যেমন মুগ্ধ করেছে, তেমনি সাধারণ দর্শকদের মধ্যেও ছড়িয়েছে উচ্ছ্বাস। উল্লেখ্য, গত বছর প্রীতম হাসানের সুর করা ‘তুফান’ সিনেমার গান ‘লাগে উড়াধুরা’ও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।