Ridge Bangla

যেসব ফল ত্বকের উজ্জ্বলতা বাড়ায়

এপ্রিল থেকে বাংলাদেশের গরম শুরু হয় তীব্রভাবে, ফলে এই সময় ত্বকের জন্য বাড়তি যত্ন প্রয়োজন হয়। গরমে ত্বকে ডিহাইড্রেশন, রোদে পোড়া ভাব এবং ক্লান্তি সহজেই দেখা দেয়। তাই বেশি করে পানি পান করার পাশাপাশি এমন কিছু ফল খাওয়া দরকার, যেগুলো শরীরকে হাইড্রেট রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

১) পাকা পেঁপে: পেঁপেতে থাকা প্যাপাইন নামক এনজাইম এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য খুবই উপকারী। এটি ত্বক উজ্জ্বল করে এবং ব্রণ কমাতে সাহায্য করে।

২) তরমুজ: তরমুজে রয়েছে প্রচুর পানি, ভিটামিন সি ও লাইকোপেন, যা ত্বককে হাইড্রেট করে এবং সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। এটি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা ত্বককে টানটান ও উজ্জ্বল রাখে।

৩) আম: গ্রীষ্মের অন্যতম প্রধান ফল আমে আছে ভিটামিন এ ও সি, যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বলিরেখা কমাতে সহায়তা করে। তবে পরিমিত পরিমাণে খাওয়াই উত্তম।

৪) আনারস: আনারসে থাকে ভিটামিন সি ও ম্যাঙ্গানিজ, যা ত্বককে উজ্জ্বল করে ও কালো দাগ হালকা করে। এটি বয়সের ছাপ কমাতেও কার্যকর।

৫) কিউই: এই ফলে রয়েছে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে নরম ও উজ্জ্বল রাখতে সাহায্য করে। এটি নিয়মিত খেলে ত্বকের জেল্লা বাড়ে।

৬) স্ট্রবেরি: স্ট্রবেরিতে থাকা ভিটামিন সি সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে। প্রতিদিন খেলে ত্বক হাইড্রেট থাকে।

এই ফলগুলো নিয়মিত খাদ্যতালিকায় রাখলে গরমের সময় ত্বক থাকবে সতেজ ও প্রাণবন্ত। তবে পাশাপাশি পর্যাপ্ত পানি পান ও স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখাও গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন