সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা ‘আমার বস’-এ অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখা গেছে একেবারে নতুনরূপে। বিশেষ করে ছবির একটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। ‘আমার বস’ ছবির ‘মালাচন্দন’ শিরোনামের গানে শ্রাবন্তী ও সহ-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ মুহূর্ত দর্শকদের নজর কেড়েছে। গানটির একটি বিশেষ দৃশ্যে পরিচালক জয় গোস্বামীর লেখা ‘ঈশ্বর আর প্রেমিকের সংলাপ’ কবিতাটি শ্রাবন্তীর পিঠে লিখে দেন।
সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, “এমন একটা গান নিজের ক্যারিয়ারে পেয়ে আমি আপ্লুত। শুধু তা-ই নয়, কাজটা করার সময় এক ফোঁটা অস্বস্তি হয়নি। আসলে পেশাদারদের দিয়ে পুরো কাজটা করা হয়।”
তিনি আরও বলেন, “চুমু খেয়েই যে প্রেম প্রকাশ করতে হয় তা নয়, এভাবেও প্রেমের মুহূর্ত তৈরি করা যায়। তার জন্য শিবুদাদের গোটা টিমকে কুর্নিশ। তার ওপর জয় গোস্বামীর কবিতা- আর কী বলব!” এই দৃশ্য ও গান নিয়ে দর্শকের আগ্রহও বাড়ছে বলে জানিয়েছে নির্মাতা টিম।