Ridge Bangla

শুটিং শুরু হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ এর

ঢাকায় ব্যাচেলরদের চিরাচরিত জীবনধারা নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ পেয়েছে অভাবনীয় জনপ্রিয়তা। নির্মাতা কাজল আরেফিন অমির এই নাটকটি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিটি চরিত্রই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে খুব অল্প সময়েই।

দর্শকদের বিপুল চাহিদার প্রেক্ষিতে এবার নির্মিত হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। ঘোষণা প্রকাশের পর থেকেই নাটকের ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক উত্তেজনা। সোশ্যাল মিডিয়ায় শুধু ঘোষণার পোস্টই শেয়ার হয়েছে বিশ হাজারেরও বেশি বার।

গত দুই দিন ধরে নতুন সিজনের শুটিং শুরু হয়েছে। আগের সিজনের অনেক জনপ্রিয় চরিত্র ইতোমধ্যে যুক্ত হয়েছেন শুটিংয়ে। পাশাপাশি এবার নতুন কিছু চরিত্র যোগ হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা নাটকে নতুন মাত্রা যোগ করতে পারে।

অভিনেতা ও সহকারী পরিচালক শিমুল শর্মা বলেন, “ব্যাচেলর পয়েন্ট নিয়ে দর্শকদের যে আগ্রহ দেখেছি, তা সত্যিই চমকপ্রদ। সেই ভালোবাসা থেকেই আবারও আমরা এক হয়েছি।” তিনি আরও জানান, “আমরা সব সময় আনন্দের সঙ্গে কাজ করি, এবারও তার ব্যতিক্রম নয়। আশা করি দর্শকরাও আগের মতোই মজা পাবেন।”

নতুন সিজনে আগের গল্পের ধারাবাহিকতা বজায় রেখে আরও কিছু চমকপ্রদ ঘটনা এবং হাস্যরসাত্মক মুহূর্ত যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন