Ridge Bangla

উইডো’স শ্যাডো-তে আরমীন মুসার সঙ্গীত

আরমীন মুসার সুর এবার প্রথমবারের মতো ব্যবহার হলো হিন্দি ভাষার চলচ্চিত্র ‘উইডো’স শ্যাডো’তে (২০২৫)। দক্ষিণ এশীয় আন্তঃসীমান্ত সহযোগিতার প্রতীক হয়ে উঠেছে সুমন অধিকারী পরিচালিত এই চলচ্চিত্র, যেখানে আরমীনের পরীক্ষামূলক ও স্বতন্ত্র সংগীতধারা নতুনভাবে স্থান পেয়েছে।

রাজস্থানের উদয়পুরে নির্মিত এই চলচ্চিত্রের পটভূমি ভারতের জাতপাত বৈষম্য এবং এলজিবিটি অধিকারকে কেন্দ্র করে। কাহিনী এক তরুণ বিধবার জীবনকে ঘিরে, যিনি সামাজিক বর্জনের মুখে একজন এলজিবিটি সদস্যের মধ্যে আশ্চর্যজনক এক সঙ্গী খুঁজে পান। ‘উইডো’স শ্যাডো’-তে অভিনয় করেছেন সঙ্কলিতা রায় ও পলক কায়াথ, এছাড়াও গান গেয়েছেন শোভা মুদ্রগাল, ঋচা শর্মা এবং কবিতা সেঠ।

চলচ্চিত্রটি ভারতে মুক্তি পাচ্ছে ১৮ এপ্রিল ২০২৫ এ। এটি সামাজিক ইস্যুভিত্তিক চলচ্চিত্র নির্মাণে সুমন অধিকারীর অঙ্গীকারের একটি দৃষ্টান্ত। কলকাতা থেকে শুরু করে ভারতের মূলধারার চলচ্চিত্র অঙ্গনে তার প্রভাব বিস্তার এই প্রতিশ্রুতিরই ফলাফল।

আরমীন মুসা শুধু গায়িকা নন, তিনি একজন সুরকার, কায়া চেম্বার কোরাসের পরিচালক এবং মঞ্চ ও চলচ্চিত্রে কাজ করা একজন অভিনয়শিল্পী। হিন্দি সিনেমায় এটি তার চতুর্থ কাজ। এর আগে তিনি পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘জিও কাকা’, অনিরুদ্ধ সেনের ‘সেইন্টস অব সিন’ এবং অরিন্দম শীলের ‘এগলের চোখ’ সিনেমায় কাজ করেছেন।

বাংলাদেশেও তার গান ব্যবহৃত হয়েছে বিভিন্ন ছবিতে। যেমন, ‘এই সন্ধ্যায়’ গানটি মুনসুর আলীর ‘সংগ্রাম’-এ, ‘এমন করে বলছি’ গানটি গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’-এ এবং ‘বৃষ্টি’ গানটি রেদওয়ান রনির ‘আইসক্রিম’-এ ব্যবহৃত হয়েছে।

আরো পড়ুন