শুক্রবার (১৮ এপ্রিল) নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া নাগশোষা গ্রামে মাদক বিক্রির অর্থ নিয়ে বিরোধের জেরে আতঙ্ক ছড়াতে এক ব্যক্তি ফাঁকা গুলি ছুড়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল রাতে নাগশোষা গ্রামের মাদক ব্যবসায়ী মনি সরদার একই গ্রামের গোলাম কিবরিয়া কাজলের কাছে মাদক সংক্রান্ত পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরদিন কাজলের মা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মনি সরদারের বিরুদ্ধে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগ করেন।
এই অভিযোগে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে মনি সরদার ও তার সহযোগীরা কাজলকে মারধর করে। তখন স্থানীয়রা কাজলকে রক্ষা করতে এগিয়ে এলে মনি সরদার আতঙ্ক ছড়াতে একটি রিভলবার থেকে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে আহত কাজলকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, “মাদক নিয়ে বিরোধের জেরে কাজলকে মারধর করা হয়। এ সময় এলাকাবাসী উত্তেজিত হলে মনি সরদার একটি রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”