Ridge Bangla

কানাডায় চোখের অস্ত্রোপচারে ব্যবহৃত আইকেয়ার লেন্স প্রত্যাহার

কানাডায় চোখের অস্ত্রোপচারে ব্যবহৃত আইকেয়ার লেন্স প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট একটি জনপ্রিয় প্রতিষ্ঠান। লেন্স প্রতিস্থাপনের পর প্রদাহজনিত সমস্যার খবর পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সীমান্তের দক্ষিণে বোশ+লম্ব গত মাসে স্বপ্রণোদিতভাবে ছানি ও দৃষ্টিজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত বেশ কিছু আর্টিফিসিয়াল লেন্স প্রত্যাহার শুরু করে। প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার এক ইমেইলের মাধ্যমে সিটিভিনিউজকে জানায়, কানাডাতেও কিছু মডেলের ক্ষেত্রে এই প্রত্যাহার কার্যকর হবে।

প্রত্যাহার হওয়া পণ্যের তালিকায় রয়েছে এনভিস্তা মনোফোকাল লেন্স, যার মডেল নম্বর শুরু হয়েছে EE ও ETE দিয়ে। এছাড়া এনভিস্তা এনভি এবং এনভিস্তা এনভি টরিক সিরিজের সব মডেলও অন্তর্ভুক্ত।

বোশ+লম্ব জানিয়েছে, ছানি অস্ত্রোপচারের সময় চোখে বিষাক্ত উপাদান প্রবেশ করলে টক্সিক অ্যান্টিরিয়র সেগমেন্ট সিনড্রোম (TASS) নামে পরিচিত একধরনের তীব্র প্রদাহ দেখা দিতে পারে। তবে সংক্রমণের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও ব্রেন্ট সন্ডার্স বলেন, “এই সমস্যার মূল কারণ এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। যতক্ষণ না নিশ্চিত হওয়া যাচ্ছে, ঠিক কী কারণে প্রদাহ ঘটছে, ততক্ষণ পর্যন্ত এসব পণ্য বাজার থেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “যাদের মধ্যে TASS লক্ষণ দেখা দিয়েছে, তাদের চিকিৎসা সম্পন্ন হয়েছে এবং লেন্স পরিবর্তনের প্রয়োজন হয়নি। এখন পর্যন্ত খুবই কম সংখ্যক লেন্স প্রতিস্থাপনের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিয়েছে।”

আরো পড়ুন