ভারতীয় সিনেমায় কাজ করে সময় ও মেধা নষ্ট করছেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির—এমন মন্তব্য করেছেন দেশটির টিভি উপস্থাপক ও অভিনেত্রী নাদিয়া খান। তার মতে, হানিয়ার উচিত ছিল নিজ দেশের ইন্ডাস্ট্রিতে কাজ করে জনপ্রিয়তাকে আরও সুসংহত করা।
চলতি বছরেই বলিউডে অভিষেক হচ্ছে হানিয়া আমিরের। তিনি অভিনয় করছেন পাঞ্জাবি সিনেমা ‘সরদার জি-৩’-এ, যেখানে তার বিপরীতে থাকছেন ভারতীয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। এতে আরও অভিনয় করছেন পাঞ্জাবি সুপারস্টার নিরু বাজওয়া।
এই প্রসঙ্গে একটি টকশোতে নাদিয়া খান বলেন, “হানিয়া ভারতে পিআরের মাধ্যমে কাজ করে তার সময় নষ্ট করছেন। তার উচিত পাকিস্তানেই কাজ করা, কারণ এখানেই তার সত্যিকারের ভক্তরা রয়েছেন। ভারতে সময় ও প্রতিভা নষ্ট না করে দেশে মনোনিবেশ করাই তার জন্য ভালো হবে।”
তিনি আরও বলেন, “সজল আলীও মাত্র একটি সিনেমা করে ফিরে এসেছেন পাকিস্তানে। হানিয়ার ক্ষেত্রেও একই পথ অনুসরণ করা উচিত।”
ভারতে পাকিস্তানি শিল্পীদের আগের অভিজ্ঞতা টেনে এনে নাদিয়া বলেন, “অতীতে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কী ঘটেছে, তা সবারই জানা। এখনো হানিয়ার সিনেমা মুক্তির আগেই নিষিদ্ধ করার দাবি উঠেছে।”
উল্লেখ্য, হানিয়া আমির বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বেশি অনুসারীপ্রাপ্ত অভিনেত্রী ইনস্টাগ্রামে। তার ফলোয়ার সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে।
সম্প্রতি আলোচিত পাকিস্তানি ধারাবাহিক ‘কাভি মে কাভি তুম’-এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান হানিয়া। এই ধারাবাহিক শুধু পাকিস্তানেই নয়, ভারত ও বাংলাদেশেও দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে।
হানিয়া আমির ভারতে কাজ করে সময় নষ্ট করছেন: নাদিয়া খান
বিনোদন ডেস্ক
ভারতীয় সিনেমায় কাজ করে সময় ও মেধা নষ্ট করছেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির—এমন মন্তব্য করেছেন দেশটির টিভি উপস্থাপক ও অভিনেত্রী নাদিয়া খান। তার মতে, হানিয়ার উচিত ছিল নিজ দেশের ইন্ডাস্ট্রিতে কাজ করে জনপ্রিয়তাকে আরও সুসংহত করা।
চলতি বছরেই বলিউডে অভিষেক হচ্ছে হানিয়া আমিরের। তিনি অভিনয় করছেন পাঞ্জাবি সিনেমা ‘সরদার জি-৩’-এ, যেখানে তার বিপরীতে থাকছেন ভারতীয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। এতে আরও অভিনয় করছেন পাঞ্জাবি সুপারস্টার নিরু বাজওয়া।
এই প্রসঙ্গে একটি টকশোতে নাদিয়া খান বলেন, “হানিয়া ভারতে পিআরের মাধ্যমে কাজ করে তার সময় নষ্ট করছেন। তার উচিত পাকিস্তানেই কাজ করা, কারণ এখানেই তার সত্যিকারের ভক্তরা রয়েছেন। ভারতে সময় ও প্রতিভা নষ্ট না করে দেশে মনোনিবেশ করাই তার জন্য ভালো হবে।”
তিনি আরও বলেন, “সজল আলীও মাত্র একটি সিনেমা করে ফিরে এসেছেন পাকিস্তানে। হানিয়ার ক্ষেত্রেও একই পথ অনুসরণ করা উচিত।”
ভারতে পাকিস্তানি শিল্পীদের আগের অভিজ্ঞতা টেনে এনে নাদিয়া বলেন, “অতীতে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কী ঘটেছে, তা সবারই জানা। এখনো হানিয়ার সিনেমা মুক্তির আগেই নিষিদ্ধ করার দাবি উঠেছে।”
উল্লেখ্য, হানিয়া আমির বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বেশি অনুসারীপ্রাপ্ত অভিনেত্রী ইনস্টাগ্রামে। তার ফলোয়ার সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে।
সম্প্রতি আলোচিত পাকিস্তানি ধারাবাহিক ‘কাভি মে কাভি তুম’-এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান হানিয়া। এই ধারাবাহিক শুধু পাকিস্তানেই নয়, ভারত ও বাংলাদেশেও দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে।
আরো পড়ুন
বগুড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে ১২ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে
বঙ্গোপসাগরে নিম্নচাপ উপকূলের ১৫ জেলায় ১-৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে চিকিৎসাধীন ৫০জন
৪১ বছর কারাভোগের পর ফিলিস্তিনপন্থী বন্দীকে মুক্তি দিল ফ্রান্স
ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স: ম্যাক্রোঁ
ভারতে স্কুলের ছাদ ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু, আহত ২০ জন
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৯৮ বিদেশি আটক
এক সেঞ্চুরিতে জো রুটের রেকর্ডের বন্যা
তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে পাত্তাই দিলো না পাকিস্তান
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল
টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ দশে মোস্তাফিজ