Ridge Bangla

‘জিলাপি’ খেতে চাওয়ায় ওসি প্রত্যাহার

কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজের টাকা থেকে ‘জিলাপি’ খাওয়ার দাবি তোলার কারণে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার সূত্রপাত হয় সোমবার একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার মাধ্যমে। ফোনালাপে শোনা যায়, ওসি মনোয়ার হোসেন বাঁধ নির্মাণ প্রকল্পের আয় থেকে জিলাপি খাওয়ানোর জন্য দাবি জানাচ্ছেন।

অডিও ক্লিপে ওসিকে বলতে শোনা যায়, “সেফটি সিকিউরিটি দিলাম তো সারাজীবন। তোমরা যে ১৮ লাখ টাকার কাজ করে ১০ লাখ টাকা লাভ করলা, ১০ টাকার জিলাপি কিনে তো পাবলিকেরে খাওয়ালে না… ঠিক আছে তাহলে, জিলাপির অপেক্ষায় রইলাম।”

ফোনালাপের অপর প্রান্তে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইটনা উপজেলা সংগঠক আফজাল হুসাইন ওরফে শান্ত। তিনি জানান, পানি উন্নয়ন বোর্ডের অধীনে ১৪৮০ মিটার ফসলরক্ষা বাঁধের কাজ তিনি সম্পন্ন করেন। এরপর ওসি মনোয়ার একাধিকবার তাঁর কাছে জিলাপির জন্য টাকা দাবি করেন।

অভিযোগ প্রসঙ্গে ওসি মনোয়ার হোসেন বলেন, “মজার ছলেই জিলাপির কথা বলেছিলাম। বিষয়টি আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।”

এদিকে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, “ফোনালাপ প্রকাশ পাওয়ার পরিপ্রেক্ষিতে ওসি মনোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে এবং ইটনা থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

আরো পড়ুন