Ridge Bangla

যুক্তরাষ্ট্রের ‘স্বদেশী অপরাধী’ নাগরিকদের এল সালভাদরের কুখ্যাত কারাগারে পাঠাতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, সহিংস অপরাধে জড়িত মার্কিন নাগরিকদের মধ্য আমেরিকার এল সালভাদরের কুখ্যাত কারাগারে পাঠাতে চান তিনি। তিনি এই পরিকল্পনাকে সমর্থন করে বলেন, বিষয়টি তাকে “ভালো লাগবে”।

গত সোমবার হোয়াইট হাউসে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলের সফরের সময় এ বিষয়ে আলোচনা হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। এ প্রসঙ্গে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি তাদের ডাকব ‘দেশীয়ভাবে গড়ে ওঠা অপরাধী’ হিসেবে। তারা আমাদের দেশে বড় হয়েছে, এবং উল্টাপাল্টা কিছু করলে মানুষের মাথায় ব্যাট দিয়ে আঘাত করে বা রেললাইনের উপর ফেলে দেয়।”

ট্রাম্প বলেন, “আমরা এই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে চাই।” তিনি জানান, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন।

তবে মার্কিন সংবিধান বিশেষজ্ঞরা ট্রাম্পের এই মন্তব্যকে বাস্তবতাবিরোধী বলে মন্তব্য করেছেন। ইউনিভার্সিটি অব নটর ডেমের আইন বিভাগের অধ্যাপক এরিন কর্কোরান বলেন, “মার্কিন আইনে এমন কোনো ধারা নেই, যার মাধ্যমে সরকার নিজেদের নাগরিকদের দেশ থেকে বের করে দিতে পারে।”

তিনি বলেন, “বিরল কিছু ক্ষেত্রে যদি কেউ সন্ত্রাসবাদে জড়িত থাকে বা নাগরিকত্ব গ্রহণের সময় মিথ্যা তথ্য দিয়ে থাকে, তবে কেবল তখনই নাগরিকত্ব বাতিল করে বহিষ্কার করা যেতে পারে।”

এর আগে প্রেসিডেন্ট বুকেলে জানিয়েছিলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সহিংস অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের জন্য প্রস্তুত রয়েছে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছিলেন, “এই বিষয়টি আমার খুবই পছন্দ হয়েছে।”

বর্তমানে ট্রাম্প প্রশাসন বিভিন্ন অপরাধে অভিযুক্ত অভিবাসীদের এল সালভাদরের কুখ্যাত ‘টেররিজিম কনফাইনমেন্ট সেন্টার’-এ পাঠাচ্ছে। এই কার্যক্রমে সহায়তার জন্য ওয়াশিংটন এল সালভাদরকে ৬০ লাখ ডলার সহায়তা দিচ্ছে।

আরো পড়ুন