প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে ব্যবহারযোগ্য সব বৈদেশিক মুদ্রায় দেশে ব্যাংক হিসাব খুলতে পারবেন। একই সঙ্গে এসব হিসাবের বিপরীতে সুদের হার নির্ধারণে আর বাধ্যবাধকতা থাকছে না। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে শুধুমাত্র অনুমোদিত চারটি বৈদেশিক মুদ্রা—মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, ইউরো ও জাপানি ইয়েনে হিসাব খোলার সুযোগ ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে যেকোন ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রায় প্রাইভেট ফরেন কারেন্সি (PFC) হিসাব এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (NFCD) হিসাব খোলা যাবে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব হিসাবের বিপরীতে আগের মতো নির্ধারিত সুদের হার অনুসরণ করতে হবে না। ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সুদের হার নির্ধারণ করা যাবে। অর্থাৎ বাজার চাহিদা অনুযায়ী এখন ব্যাংকগুলো গ্রাহকদের আকর্ষণীয় সুদ দিতে পারবে।
ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, এই পদক্ষেপ প্রবাসীদের অর্থ দেশে আনার উৎসাহ দেবে। কারণ, যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন, তারা সেই দেশের মুদ্রায় আয় করেন এবং আয়কৃত মুদ্রায়ই সঞ্চয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফলে বিদেশি মুদ্রায় সঞ্চয় বাড়বে এবং দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী হবে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট মহল মনে করছে, প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রা প্রবাহ বাড়াতে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ।