Ridge Bangla

আর্জেন্টিনাকে কাঁদিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতলো মরক্কো

ফুটবল বিশ্বকে আবারও চমকে দিয়ে ইতিহাস গড়ল আফ্রিকার দেশ মরক্কো। লাতিন পরাশক্তি আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতল মরক্কো। সোমবার (২০ অক্টোবর) চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে হারায় আফ্রিকার দেশটি।

ম্যাচের শুরু থেকেই কৌশলগতভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে দুর্দান্ত ফুটবল খেলে মরক্কো। মেগা ফাইনালের নায়ক মেসিভক্ত ইয়াসির জাবিরি। মাত্র ১২ মিনিটেই দলকে এগিয়ে দেন উইঙ্গার ইয়াসির জাবিরি। এরপর ২৯ মিনিটে আবারও তার গোলে ব্যবধান দ্বিগুণ করে ‘আটলাস কাবস’রা। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন একই খেলোয়াড়, ২৯তম মিনিটে ওথমান মামার নিখুঁত পাস থেকে গোলটি করেন তিনি।

প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে। বল দখলে এগিয়ে থাকা এবং বেশ কয়েকটি আক্রমণ করেও মরক্কোর জমাট রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। পুরো টুর্নামেন্টে এই প্রথম কোনো ম্যাচে পিছিয়ে পড়া আর্জেন্টিনা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

বিশ্বকাপ জয়ের মাধ্যমে ইয়াসির জাবিরি, ওথমান মাম্মা, জেসিম ইয়াসিনদের হাত ধরে প্রথম যুব বিশ্বকাপের শিরোপা জিতল মরক্কো। ২০০৯ সালে ঘানার পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে তারা এই গৌরব অর্জন করল।

এর আগে সেমিফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল মরক্কো। অন্যদিকে, কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে নবমবারের মতো ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু মরক্কোর তরুণদের কাছে হেরে সপ্তম শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলো ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নদের।

২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের পর ২০২৫ সালে চিলিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রায় ২০ বছর পর অংশ নিয়ে প্রথম প্রচেষ্টাতেই শিরোপা জয়ের অবিশ্বাস্য কীর্তি গড়ল মরক্কো। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া।

পুরো ম্যাচজুড়ে গ্যালারিতে উপস্থিত ছিল মরক্কোর হাজার হাজার সমর্থক। পতাকা উড়িয়ে, গান গেয়ে ও চিৎকারে তারা দলকে উৎসাহ জুগিয়েছেন। দুই দশক পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ফিরে এসে মরক্কো প্রথম প্রচেষ্টাতেই শিরোপা জিতে লিখেছে স্বর্ণাক্ষরে নাম।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন