Ridge Bangla

বিজিবির বিশেষ অভিযান: মাদকসহ ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যের চোরাচালান জব্দ করেছে। আজ শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এই তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, পদ্মশাখরা, ঘোনা, মাদরা, হিজলদী, বাকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে ১৩৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ, ৬ বোতল ভারতীয় মদ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এছাড়াও, বাঁকাল চেকপোস্ট, পদ্মশাখরা, হিজলদী, মাদরা ও ঘোনা বিওপির পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, ওষুধ ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।

বিজিবি এসময় আরও জানায়, এই চোরাচালানকারীরা অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য এনে দেশের রাজস্ব ক্ষতি করছে এবং দেশীয় শিল্পের ক্ষতিসাধন করছে।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, দেশীয় শিল্প রক্ষা, রাজস্ব আদায় নিশ্চিতকরণ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সবসময় তৎপর রয়েছে। জব্দ করা মালামাল বর্তমানে সাতক্ষীরা কাস্টমস হাউসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন