Ridge Bangla

কুড়িগ্রামে নারী ও শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে সোনাহাট–কচাকাটা সড়কের মাঝপথ থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম (২৪), রাজিয়া বেগম (২১) ও তাদের আড়াই বছরের শিশু নুর সাহিদা; শফিউল্লাহ (১৮), নুরনবী (১৫); বালুখালি ক্যাম্পের আমিনা বেগম (৩৫), আব্দুল আজিজ (১৫), রিফা খাতুন (৯), আবু (৭), সাফা (৬); এবং কলাতলীর ইমান আলী ও ইসমাইল আজাদ (৪৮)।

বিজিবি সূত্রে জানা গেছে, সকালে টহলরত সদস্যরা ওই এলাকায় সন্দেহজনকভাবে কিছু লোককে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রায় আট বছর আগে কক্সবাজারের উখিয়ার বালুখালি ও কুতুপালং ক্যাম্প থেকে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে পাড়ি জমায়। পরে তারা হায়দ্রাবাদের কাঞ্চনবাগ এলাকায় অবস্থান নেন। সম্প্রতি তারা বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছিলেন।

আটক ব্যক্তিরা আরও জানিয়েছেন, তাদের পরিবারের বাকি সদস্যরা এখনো কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলোতেই অবস্থান করছেন। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি ১১ রোহিঙ্গাকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন