Ridge Bangla

ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টনের বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের অভিযোগে

যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের অভিযোগে ফেডারেল আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মেরিল্যান্ড অঙ্গরাজ্যের গ্রিনবেল্ট আদালতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ একটি ২৬ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করে।

অভিযোগে বলা হয়, ৭৬ বছর বয়সী বোল্টন জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত গোপন নথি অবৈধভাবে নিজের ইমেইল ও ব্যক্তিগত বার্তা আদান-প্রদানের মাধ্যমে প্রেরণ করেছেন। আদালতের নথি অনুসারে, তিনি আটটি জাতীয় প্রতিরক্ষা তথ্য প্রেরণ ও ১০টি গোপন নথি অবৈধভাবে সংরক্ষণের অভিযোগে অভিযুক্ত। এ বছরের আগস্টে এফবিআই বোল্টনের বাড়ি ও অফিসে তল্লাশি চালায়। পরে সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত তদন্ত কমিটি গ্র্যান্ড জুরি বিচার বিভাগের উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেয়।

এক বিবৃতিতে বোল্টন নিজের নির্দোষ দাবি করে বলেন, “আমি কোনো জাতীয় গোপন তথ্য ইচ্ছাকৃতভাবে ফাঁস করিনি। সত্যটি আদালতে প্রমাণিত হবে।”

বোল্টন একসময় ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন, পরবর্তীতে ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত হন। সাম্প্রতিক কয়েক সপ্তাহে ট্রাম্পের আরও দুই রাজনৈতিক বিরোধীর বিরুদ্ধে মামলা হওয়ার পর বোল্টনের বিরুদ্ধে এই অভিযোগ নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন