রকস্টার আইয়ুব বাচ্চুর জীবনের শেষ কয়েকটি দিন ছিল গান ও গিটারে মগ্ন। ২০১৮ সালের অক্টোবরে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সক্রিয় ছিলেন। শারীরিকভাবে অসুস্থ থাকলেও গান ছেড়ে থাকেননি। ৬ অক্টোবর হাতিরঝিলে বেসিস ইয়ুথ ফেস্টে এলআরবির সঙ্গে কনসার্ট করেন। পরদিন ৭ অক্টোবর চিকিৎসকের পরামর্শে স্কয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি হন, কারণ তার শারীরিক অবস্থা গুরুতর ছিল।
১১ অক্টোবর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এলআরবির অফিস এবি কিচেনে যান। সেখানে সতীর্থ মাসুদের সঙ্গে খাওয়াদাওয়া করেন। ১২ অক্টোবর বিশ্রামের পর ১৩ অক্টোবর চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে এলআরবির শেষ কনসার্টে অংশ নেন। ওই রাত চট্টগ্রামেই কাটান। ১৪ অক্টোবর দুপুরে ঢাকায় ফিরে নতুন গিটার কেনার পরিকল্পনা করেন। মাসুদের মাধ্যমে মেলোডি থেকে চারটি গিটার আনিয়ে ৬৫ হাজার টাকায় একটি কেনেন। স্টুডিওতে গিটারের টিউন ঠিক করে গানবাংলা অফিসে যান।
১৬ অক্টোবর রংপুরে শেষ কনসার্টে মঞ্চে ওঠেন। ‘এক আকাশে তারা তুই’ ও ‘আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে’ গান গেয়ে দর্শক মাতান। সেখানে সেলফি তুলে সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগ করেন। ১৭ অক্টোবর দুপুরে ঢাকায় ফিরে আসেন। কিন্তু মাত্র তিন দিন পর ২০ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। চট্টগ্রামের বাইশ মহল্লা কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত হন তিনি।