আলোচিত ইউটিউবার ও স্বঘোষিত অভিনয়শিল্পী আশরাফুল হোসেন আলম, যিনি ‘হিরো আলম’ নামে পরিচিত, মঙ্গলবার (১৫ এপ্রিল) তার পালক বাবা আবদুর রাজ্জাকের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী রিয়া মনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দেন।
জানা গেছে, ঢাকার একটি সরকারি হাসপাতালে মঙ্গলবার রাত ৯টায় হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাবার অসুস্থতার সময় স্ত্রী রিয়া মনির পাশে না থাকায় ক্ষোভ প্রকাশ করেন হিরো আলম।
ফেসবুক পোস্টে হিরো আলম লেখেন, “রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ আমার বাবা হাসপাতালে ছিলেন। সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ-গান করে বেড়ায় এবং তার পরিবারের কোনো সদস্যই আমার বাবাকে দেখতে আসেনি। বাবা বেঁচে থাকতে কেউ একবারও দেখতে আসেনি। তাহলে আমি যদি অসুস্থ থাকি, তখন সে কী করবে?”
পোস্টে আরও লেখা হয়, “রিয়ামনি ঢাকার বিভিন্ন বারে ডান্সার ছিল। সেখান থেকে আমি তাকে ভালো পথে আনার চেষ্টা করেছি। কিন্তু ছেড়ে দেওয়া গরু কখনো ঘরে বন্দি করে রাখা যায় না। রিয়ামনি কী ধরনের মেয়ে, তা খুব শিগগিরই সবাই বুঝতে পারবেন।”
অন্যদিকে, হিরো আলমের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রিয়ামনি জানান, “উনি মানসিকভাবে ঠিক নেই। যেহেতু উনার বাবা মারা গেছেন, তাই আমি কিছু বলতে চাই না।”
তবে একই দিনে নিজের ফেসবুকে হিরো আলমকে উদ্দেশ করে রিয়ামনি লেখেন, “আমরা বিনোদনের মানুষ। দেশের মানুষ আমাদের থেকে শুধুই বিনোদন চায়। তাই পার্সোনাল বিষয় মিডিয়ার সামনে আনতে চাইনি। কিন্তু আলম যে বাড়াবাড়ি শুরু করেছে, তা আর সহ্য করতে পারছি না।”
একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামনির প্রেমে পড়েন হিরো আলম। এ কারণেই তার দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন। পরে হিরো আলম রিয়ামনিকে বিয়ে করেন।