অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে এখন পর্যন্ত ৪০ জন নিহত ও অন্তত ১৭৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আফগান সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। ঘটনাস্থল আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ শহর স্পিন বোলদাক। স্থানীয় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
উল্লেখ্য, দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনীর মধ্যে ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সংঘর্ষ ও পাল্টা হামলা চলে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যার মেয়াদ শেষ হয় ১৭ অক্টোবর শুক্রবার দুপুর ১টার দিকে। কিন্তু বিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের বিমান বাহিনী এই হামলা চালায়।
বেঁচে যাওয়া বাসিন্দারা জানিয়েছেন, হামলার সময় বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং বাজার ও আশপাশের এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। স্থানীয় হাজি বাহরাম নামের এক আহত ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি জীবনে এমন অন্যায় কখনও দেখিনি। যারা নিজেদের মুসলিম বলে দাবি করে, তারা আমাদের নারীদের ও শিশুদের ওপর বোমা ফেলেছে—এটি মানবতার চরম অপমান।”