Ridge Bangla

‘জুলাই যোদ্ধা’দের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, উত্তেজনা সংসদ ভবন এলাকায়

জাতীয় সংসদ ভবন এলাকায় ‘জুলাই যোদ্ধা’দের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এই সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো সংসদ এলাকা জুড়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল থেকে ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে কয়েকশ বিক্ষুব্ধ আন্দোলনকারী সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

বিক্ষুব্ধরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি গাড়িতে ভাঙচুর চালান। পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙচুর করা গাড়িগুলোর মধ্যে দুটি পুলিশের গাড়িও ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পাল্টা হিসেবে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

সংসদ ভবন এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে যাতে নতুন করে সংঘর্ষ না ঘটে।

এর আগে সকাল থেকে জুলাই যোদ্ধাদের একাংশ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেয়। তারা অভিযোগ করেন, ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’-এ তাদের মতামত বা স্বীকৃতি অন্তর্ভুক্ত করা হয়নি। সনদে তাদের অবদানের যথাযথ মর্যাদা না দেওয়ার অভিযোগে তারা বিক্ষোভ করেন।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার আগে এ ঘটনা ঘটে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন