ভারতের ত্রিপুরা রাজ্যে চোর সন্দেহে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসী। বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি জানায়, নিহত তিনজনের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সোনাচং বাজার এলাকায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাদের পূর্ণ পরিচয় যাচাইয়ের কাজ চলছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকা দিয়ে তিন বাংলাদেশি ২–৩ দিন আগে সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের কারেঙ্গিছড়া গ্রামে প্রবেশ করেন। স্থানটি ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪–৫ কিলোমিটার ভেতরে অবস্থিত। সেখানে স্থানীয় বাসিন্দারা তাদের গরু চোর সন্দেহে ঘেরাও করে মারধর করে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরবর্তীতে তাদের মরদেহ উদ্ধার করে ভারতের সাম্পাহার থানায় নিয়ে যায় স্থানীয় পুলিশ।
বিজিবি জানায়, নিহতদের নাম–পরিচয় নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহায়তায় তদন্ত চলছে। একই সঙ্গে বিএসএফের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য। বিজিবি কর্মকর্তারা আরও জানান, “ত্রিপুরা প্রশাসনের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। মরদেহগুলো ভারতে রয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”