পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও অন্যান্য দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন সদস্যদের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের দীর্ঘ মেয়াদি শাসনামলে প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ীরা দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে। তারা দেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করে বিদেশে পাচার করেছে বিপুল অর্থ। এ ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে তারা দেশে থাকুক বা বিদেশে।
তিনি আরও বলেন, দুদক বর্তমানে ভয়ভীতিহীনভাবে দুর্নীতির মামলা তদন্ত করছে। কোনো প্রভাবশালী বা রাজনৈতিক পরিচয় এখন আর তদন্তের পথে বাধা নয়। আমরা চাই দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করা হোক এবং জনগণের অর্থ জনগণের কাছেই ফিরে আসুক।
আব্দুল মোমেন রাজনৈতিক দলগুলোকেও আহ্বান জানান, দুর্নীতিগ্রস্ত ও বিতর্কিত ব্যক্তিদের যেন নির্বাচনে প্রার্থী করা না হয়। তার ভাষায়, “যখন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়, তখন জনআস্থার ক্ষতি হয়। তাই দুর্নীতিবিরোধী অবস্থান শুধু সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও থাকা জরুরি।”