আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যের রিমান্ড ও গ্রেপ্তার শুনানির জন্য হাজির করা হয় আওয়ামী লীগের সহযোগী দুটি দলের নেতা- জাসদের হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে। শুনানির সময় কাঠগড়ায় পাশাপাশি দাঁড়ান তারা।
শুনানির পুরো সময় মেনন ছিলেন নীরব ও মনোযোগী। মুখে হাত দিয়ে সব শুনানি মনোযোগ দিয়ে শুনছিলেন তিনি। এ সময় ইনুকে কখনো হাসতে, কখনো কিছুটা বিরক্ত মুখে বিভিন্ন বিষয়ে আলাপ করতে দেখা যায়।
শুনানির এক পর্যায়ে ইনু মুচকি হেসে মেননকে বলেন, “দিন আমাদেরও আসবে।” মেনন কোনো উত্তর না দিয়ে হালকা হাসিতে প্রতিক্রিয়া জানান। শুনানি শেষে আদালত নতুন মামলায় ইনু ও মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।