Ridge Bangla

এক দিনের জন্য নরওয়ের রাষ্ট্রদূতের আসনে পঞ্চগড়ের সাদিয়া

পঞ্চগড়ের মেয়ে ও এইচএসসি পরীক্ষার্থী সাদিয়া এক দিনের জন্য বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। গত শনিবার (১১ অক্টোবর) তিনি রাষ্ট্রদূতের আসনে বসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন এবং এদিন ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন।

গত ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। দিবসটি উপলক্ষে ‘গার্লস টেকওভার’ কর্মসূচির অংশ হিসেবে এই প্রতীকী দায়িত্ব পান সাদিয়া। এ উদ্যোগের মাধ্যমে বিশ্বের নানা দেশের কিশোরীরা এক দিনের জন্য দূতাবাস, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থার নেতৃত্বের আসনে বসে নেতৃত্বের অনুশীলন করছে—যার উদ্দেশ্য নারীদের নেতৃত্ব বিকাশ ও সমাজে প্রচলিত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ করা।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে, তাদের বৈশ্বিক এই কর্মসূচির লক্ষ্য হলো তরুণীদের আত্মবিশ্বাসী করে তোলা এবং নেতৃত্বের সুযোগ সম্পর্কে তাদের সচেতন করা। বাংলাদেশের বিভিন্ন স্থানের কিশোরীরা ইতোমধ্যে এই প্রতীকী দায়িত্ব গ্রহণ করেছে।

বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন বলেন, “সাদিয়াকে রাষ্ট্রদূতের প্রতীকী দায়িত্ব পালন করতে দেখে আমরা সত্যিই আনন্দিত। ‘গার্লস টেকওভার’ প্রমাণ করে যে ছেলে-মেয়ে উভয়েরই সমান সুযোগ ও নেতৃত্বের অধিকার আছে। বাল্যবিবাহ বন্ধ ও নারী শিক্ষার পক্ষে সাদিয়ার কাজ অনুপ্রেরণাদায়ক। মেয়েরা যখন ক্ষমতায়িত হয়, তখন পুরো সমাজই এগিয়ে যায়।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন