Ridge Bangla

‘সাইয়ারা’ জুটির অন্তরঙ্গ ছবি প্রকাশ্যে, বলিউডে প্রেমের গুঞ্জন

বলিউডে ‘সাইয়ারা’ ছবিতে আহান পান্ডে ও আনিত পাড্ডার রসায়ন দর্শকদের মন কেড়েছিল। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তাদের বাস্তব জীবনের সম্পর্ক। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রকাশ্যে এসেছে এই দুই তারকার কিছু অন্তরঙ্গ ছবি, যা নিয়ে বলিউডে জোর প্রেমের গুঞ্জন সৃষ্টি হয়েছে।

ছবিগুলো সোমবার আনিত পাড্ডার ২৩তম জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন আহান পান্ডে নিজেই। একটি ছবিতে দেখা যায়, কোনো অনুষ্ঠানে চোখ বন্ধ করে গান উপভোগ করছেন আহান, আর তার কাঁধে মাথা রেখেছেন আনিত। এই ছবির কারণে নেটিজেনদের মধ্যে স্পষ্ট ধারণা গড়ে উঠেছে যে, সম্পর্কটি শুধুই পর্দায় সীমাবদ্ধ ছিল না।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে মুম্বাইয়ে অনুষ্ঠিত ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-এর কনসার্টেও একসঙ্গে উপস্থিত ছিলেন তারা। এটি ঘটেছে ‘সাইয়ারা’ ছবির মুক্তির আগেই।

এক বলিউড সূত্রের মতে, “আনিত আর আহানের সম্পর্কটা খুবই স্বাভাবিক ও মিষ্টি। শুটিংয়ের সময় আহান নিয়মিত আনিতের খোঁজ রাখতেন। বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে প্রেমে রূপ নিয়েছে তাদের সম্পর্ক।” দর্শক এবং ভক্তরা তাদের সম্পর্কের খবরে উচ্ছ্বসিত হলেও, দুই তারকা এখনও আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করেননি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন