তৃতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করেছে সরকার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১৫ আগস্ট।
তবে কমিশনের কার্যক্রম সম্পূর্ণ না হওয়ায় এর আগে দুই দফায় মেয়াদ এক মাস করে বাড়ানো হয়েছিল। সর্বশেষ তৃতীয় দফায় আরও ১৫ দিনের সময় বৃদ্ধি করা হলো। জাতীয় ঐকমত্য কমিশনের মূল দায়িত্ব হলো ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা, সংহতকরণ ও প্রয়োগযোগ্য সুপারিশ তৈরি করা। কমিশন ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একাধিক দফায় সংলাপ করেছে এবং সংস্কার প্রক্রিয়ায় একটি প্রাথমিক ঐকমত্যে পৌঁছেছে বলে জানা গেছে।
সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিশনের বর্ধিত সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে, যা রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করা হবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে। উল্লেখ্য, আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এই সনদকে দেশের রাজনৈতিক সংস্কারে নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে।